আলু সংগ্রহ করতে গিয়ে একই পরিবারের ৪ জনের মিত্রু :
রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলের বাসিন্দারা প্রতি বছরই শীত আসার আগে শীতের জন্য শাকসবজি স়ঞ্চয় করে রাখেন। ৮ বছরের মারিয়া চেলিশেভার বাবা-মা-ও তেমনটাই রেখেছিলেন। বাড়ির ভূগর্ভস্থ একটি ঘরে রাখা ছিল কয়েক বস্তা আলু। দিন কয়েক পরে বাড়িতে ভাঁড়ারে রাখা আলু যখন শেষ হয়ে যায় তখন মারিয়ার বাবা যান আন্ডারগ্রাউন্ড সেলার থেকে সঞ্চিত আলুর কিছুটা নিয়ে আসতে।
তিনি আর ফেরেননি। স্বামীর কী হল তা দেখতে তারপর ভূগর্ভস্থ সেলারে প্রবেশ করেন মারিয়ার মা। তিনিও ফিরছেন না দেখে একে একে সেখানে যান মারিয়ার ঠাকুমা আর দাদা। কিন্তু তাঁরা কেউই ফেরেননি। আতঙ্কিত মারিয়া চেঁচামিচি শুরু করলে ছুটে আসেন পাড়া-প্রতিবেশী। খবর দেওয়া হয় পুলিশেও। পুলিশ সন্দেহবশত মুখে গ্যাস মাস্ক পরে ঢোকে মারিয়াদের বাড়ির সেলারে। দেখা যায়, পরিবারের চার সদস্য সেখানে মরে পড়ে রয়েছেন।
২০১৪ সালে ঘটে যাওয়া এই ঘটনা আলুর ব্যবহার সম্পর্কে খুব জরুরি একটি সতর্কবার্তা দেয়— পচা আলু কখনওই বাড়িতে রাখা উচিৎ নয়। আলু পচে গেলে মায়া না করে তা তৎক্ষণাৎ ফেলে দেওয়াই বুদ্ধিমানের কাজ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।