মাকে মনে পড়ে
মাকে মনে পড়ে
সান্ত্বনা চট্টোপাধ্যায়
আজ দিনটা মেঘলা, বৃষ্টি হয়েছে শুরু ,
রাস্তায় এক হাঁটু জল,
মেয়ে বললে ডেকে
আজ খিচুরি কর মা,
আজ খাবনা মাছের ঝোল ।
খিচুরির সাথে কি খাবি বিনু –
মা বলতেন ডেকে ,
ফুলুরি , বেগুনি ভাল লাগে খুব ,
ডিম ভাজা যদি থাকে ।
চিকেন পাকোড়া – মেয়ে বলে দূর থেকে ।
তোলা উনুনের গরমে মায়ের ফরসা মুখটা
লাল । আমি আর ভাই ,
গপা-গপ খাই বসে ।
আহা কি যে স্বাদ তার ।
ডিনার টেবিলে মেয়ে বলে-মা দারুন হয়েছে ফ্রাই ।
লাল পাড় সাদা সারিটা মায়ের –
প্রথম আমার কেনা ।
চোখে জল মুখে হাসিটি মায়ের
ফ্রেমের দেবি প্রতীমা ।
মাদার্স ডে-র গিফটা দেখ মা পছন্দ হল কিনা ।
মাগো কোনদিন বুঝিনি তুমি কতখানি জুরে ছিলে-
বুঝিনি আমার জীবনে তুমি
কতখানি ছিলে দামী ।
বুঝেছি তোমার স্নেহকে আজ মা,
মেয়ের পানেতে চেয়ে, স্নেহ যে নিম্নগামী ।
সান্ত্বনা চট্টোপাধ্যায়
আজ দিনটা মেঘলা, বৃষ্টি হয়েছে শুরু ,
রাস্তায় এক হাঁটু জল,
মেয়ে বললে ডেকে
আজ খিচুরি কর মা,
আজ খাবনা মাছের ঝোল ।
খিচুরির সাথে কি খাবি বিনু –
মা বলতেন ডেকে ,
ফুলুরি , বেগুনি ভাল লাগে খুব ,
ডিম ভাজা যদি থাকে ।
চিকেন পাকোড়া – মেয়ে বলে দূর থেকে ।
তোলা উনুনের গরমে মায়ের ফরসা মুখটা
লাল । আমি আর ভাই ,
গপা-গপ খাই বসে ।
আহা কি যে স্বাদ তার ।
ডিনার টেবিলে মেয়ে বলে-মা দারুন হয়েছে ফ্রাই ।
লাল পাড় সাদা সারিটা মায়ের –
প্রথম আমার কেনা ।
চোখে জল মুখে হাসিটি মায়ের
ফ্রেমের দেবি প্রতীমা ।
মাদার্স ডে-র গিফটা দেখ মা পছন্দ হল কিনা ।
মাগো কোনদিন বুঝিনি তুমি কতখানি জুরে ছিলে-
বুঝিনি আমার জীবনে তুমি
কতখানি ছিলে দামী ।
বুঝেছি তোমার স্নেহকে আজ মা,
মেয়ের পানেতে চেয়ে, স্নেহ যে নিম্নগামী ।
0 comments: