আলু সংগ্রহ করতে গিয়ে একই পরিবারের ৪ জনের মিত্রু


আলু সংগ্রহ করতে গিয়ে একই পরিবারের ৪ জনের মিত্রু :

রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলের বাসিন্দারা প্রতি বছরই শীত আসার আগে শীতের জন্য শাকসবজি স়ঞ্চয় করে রাখেন। ৮ বছরের মারিয়া চেলিশেভার বাবা-মা-ও তেমনটাই রেখেছিলেন। বাড়ির ভূগর্ভস্থ একটি ঘরে রাখা ছিল কয়েক বস্তা আলু। দিন কয়েক পরে বাড়িতে ভাঁড়ারে রাখা আলু যখন শেষ হয়ে যায় তখন মারিয়ার বাবা যান আন্ডারগ্রাউন্ড সেলার থেকে সঞ্চিত আলুর কিছুটা নিয়ে আসতে।

তিনি আর ফেরেননি। স্বামীর কী হল তা দেখতে তারপর ভূগর্ভস্থ সেলারে প্রবেশ করেন মারিয়ার মা। তিনিও ফিরছেন না দেখে একে একে সেখানে যান মারিয়ার ঠাকুমা আর দাদা। কিন্তু তাঁরা কেউই ফেরেননি। আতঙ্কিত মারিয়া চেঁচামিচি শুরু করলে ছুটে আসেন পাড়া-প্রতিবেশী। খবর দেওয়া হয় পুলিশেও। পুলিশ সন্দেহবশত মুখে গ্যাস মাস্ক পরে ঢোকে মারিয়াদের বাড়ির সেলারে। দেখা যায়, পরিবারের চার সদস্য সেখানে মরে পড়ে রয়েছেন।
পুলিশ প্রথমটা মৃত্যুর কারণ সম্পর্কে কিছুই বুঝে উঠতে না পারলেও পরে ফরেনসিক বিশেষ়জ্ঞরা বুঝতে পারেন, আসলে ওই আলুই মৃত্যুই কারণ। সঞ্চিত আলুর মধ্যে একাংশ পচে গিয়েছিল, এবং তার ফলেই তা থেকে বের হয় একধরনের বিষাক্ত গ্যাস। যা নিঃশ্বাসের ফলে শরীরে প্রবেশ করে মৃত্যু ঘটায় একই পরিবারের চার সদস্যের।কিন্তু কীভাবে এমনটা সম্ভব? বিশেষজ্ঞরা বলছেন, আলুতে থাকে গ্লাইকোঅ্যালকয়েড নামের এক ধরনের সিন্থেটিক এক্সকারবেট। সাধারণত মাটির তলায় হওয়া শাকসবজিতেই এগুলি বেশি পরিমাণে থাকে। আলুতেও এই গ্লাইকোঅ্যালকয়েডের উপস্থিতি লক্ষ করা যায়। স্বাভাবিক অবস্থায় আলুতে এই গ্লাইকোঅ্যালকয়েড শরীরের পক্ষে সহনীয় মাত্রাতেই থাকে। কিন্তু আলু পচে গেলে এর মাত্রা বৃদ্ধি পায়। এবং পচা আলু থেকে নির্গত হয় এক ধরনের বিষাক্ত গ্যাস, যা বিশেষ অবস্থায় মানুষের মৃত্যুর কারণও হতে পারে। যেমনটা হয়েছিল মারিয়াদের পরিবারের ক্ষেত্রে।
২০১৪ সালে ঘটে যাওয়া এই ঘটনা আলুর ব্যবহার সম্পর্কে খুব জরুরি একটি সতর্কবার্তা দেয়— পচা আলু কখনওই বাড়িতে রাখা উচিৎ নয়। আলু পচে গেলে মায়া না করে তা তৎক্ষণাৎ ফেলে দেওয়াই বুদ্ধিমানের কাজ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

0 comments:

What is Women to breast-workers hanging fruit

Dessert is the video of the strange history. One of the women and men have been developed by a team. His neck was tied with a bunch of women workers grapes. They came to the hanging breasts! The man tried to hand-workers do not have to face the result of the drag! All you can eat at as low as the grape, he will win.

0 comments:

জঙ্গি সংগঠন গুলো সাধারণত ইয়াং জেনারেশনকে টার্গেট করে।






জঙ্গি সংগঠন গুলো সাধারণত ইয়াং জেনারেশনকে টার্গেট করে।
ইয়াং পোলাপানদেরকে কাজে লাগানোর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে তাদের যেকোন কিছুর গভীরে যাবার ধৈর্য্য থাকেনা। তাই তাদেরকে ম্যানিপুলেইট করা সহজ, ব্যবহার করা সহজ।
আর বেশির ভাগ মানুষেরই ইসলামের ব্যাসিক নলেজ গুলো নেই। এটাও আরেকটা বড় সুযোগ। একেবারেই কিছু না জানা ব্যক্তিকে ইসলামের নাম দিয়ে যা কিছুই শিখানো হবে সে তাকেই ইসলাম মনে করবে। প্রয়োজন একটু আদর ভালবাসা মিষ্টি ব্যবহার। একটু বশীকরণ ক্ষমতা।
তাই বাবা মা দেরকে বলি আপনার সন্তানদেরকে এসব জঙ্গি গোষ্ঠীর কবল থেকে বাঁচাবার জন্য হলেও ইসলামের নলেজ গেইন করেন। নইলে আল্লাহ না করুক একদিন আপনাকেই জবাই করে বসে থাকবে। আপনি জানবেন ও না আপনার কি দোষ। অথবা আপনার সন্তানের বন্ধু টিও এ কাজ করতে পারে। তাই আপনার সন্তান যদি ইসলাম সম্পর্কে জানত সে তার বন্ধুকেও জানাতে পারত। তার বন্ধুটি হয়ত এ ভয়াবহ ভুল পথ থেকে ফিরে আসত।
বাবা মা রা সন্তানদের প্রতি মনোযোগী হন। আপনাদের অবহেলাই এইসব পরিণতির জন্য দায়ী। আমাদের সমাজের বেশির ভাগ বাবা মা ই সন্তানের সাথে ফ্রি না। সন্তানের সাথে তাদের মানসিক সংযোগ নেই। সন্তানরা একটা সমস্যায় পড়লে বাবা মা কে ভয়েই বলতে পারে না। অথচ বন্ধু বান্ধবদেরকে বা অন্য বাইরের মানুষদেরকে বলতে পারে। যা হবার কথা ছিল উল্টা টা।



বাবা মা এরা এত নিষ্ঠুর কেন আমি বুঝিনা!
সন্তানের প্রতি তাদের ভালবাসা কেবল ২ বেলা খাওয়ানো , পরানো আর টিচারের বেতন দেয়ার মধ্যেই সীমাবদ্ধ।
জঙ্গীদের বাবা মা দের খবর নিলে দেখা যাবে যে বেশির ভাগেরই বাবা মা উদাসীন , অথবা বাবা মা দুজনেই চাকরী করে , অথবা চাকরী না করলেও সংসারের প্রতি উদাসীন তারা। তাদের ভোগ বিলাশ পার্টি নিয়ে ব্যস্ত। সন্তানকে তারা নিজের সমস্ত কিছুর চাইতে বেশি ভালবাসতে পারে না।
সমাজের উচ্চবিত্ত শ্রেণীর ।
কারন উচ্চবিত্ত শ্রেণীর মানুষগুলোর জীবনে হতাশা বেশি। তাদেরকে ভালবাসার হাতছানি দিয়ে বশীভূত করা তুলনামূলক সহজ। আর সুবিধা আদায়ও করা যাবে বেশি।
বাবা মায়েরা সময় থাকতে নিজে ইসলাম সম্পর্কে জানুন , সন্তানদেরকে জানান। কোন জঙ্গি গোষ্ঠীর খপ্পরে পড়ার আগেই। সন্তানকে সময় দিন। তাদের মনের চাহিদা গুলো বুঝার চেষ্টা করুন। ভালবাসুন।


0 comments:

ইঁদুরে কামড়ালে কী করবেন…

ইঁদুর কামড়ালে কেমন যন্ত্রণা হয়, তা কেবল ভুক্তভোগীরাই জানেন। ইঁদুর ৬০টির বেশি রোগের জীবাণু বহন ও বিস্তার করে। এর মধ্যে রয়েছে প্লেগ, অ্যাইরোসিস, চর্মরোগ, কৃমি রোগ, হান্টা ভাইরাস, ইঁদুরে কামড়ানো জ্বর, টাইফয়েড, জন্ডিস, ক্ষেত্রবিশেষে জলাতঙ্ক।
ইঁদুরে কীভাবে জীবাণু ছড়ায়ঃ
ইঁদুরের কামড় বা আঁচড়ের মাধ্যমে লালা দিয়ে জীবাণু ছড়ায়।
ইঁদুরের মলমূত্র ও লোমের মাধ্যমে জীবাণু ছড়ায়। ইঁদুরের কামড়ে শরীরে যা ঘটে
আক্রান্ত জায়গায় ব্যথা হয়, লাল হয়ে যায়, ফুলে যায়।
আক্রান্ত জায়গায় চুলকানি ও মাংসপেশিতে ব্যথা হতে পারে ।
মাথাব্যথা ও জ্বর হতে পারে। * যদি ইনফেকশন হয়, তবে আক্রান্ত জায়গায় সমস্যা হয়ে জটিলতা হতে পারে।
কামড়ানোর পর আর কোনো জটিলতা হয় কি না, সেটি বোঝার জন্য আক্রান্ত ব্যক্তিকে কমপক্ষে ১০ দিন নজর রাখা প্রয়োজন এবং শরীরের যত্ন নেওয়া প্রয়োজন। ইঁদুরে কামড়ালে যা করবেন
প্রথমে রক্তক্ষরণ বন্ধ করতে হবে।
আক্রান্ত জায়গাটি পরিষ্কার গরম পানি ও সাবান দিয়ে ধুয়ে ফেলুন।
রক্তক্ষরণ বন্ধ করার জন্য পরিষ্কার কাপড়, গজ ব্যান্ডেজ দিয়ে কয়েক মিনিট চেপে ধরুন।
কামড়ের জায়গাটি অ্যান্টিসেপটিক বা পারঅক্সাইড দিয়ে ভালো করে পরিষ্কার করুন।
পরিষ্কারের সময় ভালো করে খেয়াল করুন, যাতে কোনো ফরেনবডি না থাকে। ফরেনবডি থাকলে পরে জটিলতা হতে পারে। * সেকেন্ডারি ইনফেকশন থেকে বাঁচতে অ্যান্টিবায়োটিক খেতে হবে।
একটি টিটি টিকা নিতে হবে।
এখন প্রশ্ন হচ্ছে, র্যাবিস ভ্যাকসিন নেবেন কি নেবেন না। আমেরিকানভিত্তিক গবেষণায় বলা হয়েছে, ইঁদুর সাধারণত জলাতঙ্ক ছড়ায় না। তবে ইঁদুর যদি গৃহের না হয়ে বন্য হয় এবং জলাতঙ্কের জীবাণু বহন করে, তবে অবশ্যই র্যাবিস ভ্যাকসিন নিতে হবে।

0 comments:

মাত্র ২ মিনিটে WiFi সিগন্যাল বাড়িয়ে নিন ১০ গুন (ভিডিওতে দেখুন সম্পূর্ণ পদ্ধতি)


মাত্র ২ মিনিটে WiFi সিগন্যাল বাড়িয়ে নিন ১০ গুন। ভিডিওতে দেখুন সম্পূর্ণ পদ্ধতি কিভাবে কি করতে হবে। মাত্র ২ মিনিটে WiFi সিগন্যাল বাড়িয়ে নিন ১০ গুন। ভিডিওতে দেখুন সম্পূর্ণ পদ্ধতি কিভাবে কি করতে হবে।

মাত্র ২ মিনিটে WiFi সিগন্যাল বাড়িয়ে নিন ১০ গুন। ভিডিওতে দেখুন সম্পূর্ণ পদ্ধতি কিভাবে কি করতে হবে। মাত্র ২ মিনিটে WiFi সিগন্যাল বাড়িয়ে নিন ১০ গুন। ভিডিওতে দেখুন সম্পূর্ণ পদ্ধতি কিভাবে কি করতে হবে।

1 comments:

Beautiful world's first human robot, which no one has seen before!

Beautiful world's first human robot, which no one has seen before!

0 comments:

Holidays in Bangladesh in 2016

Holidays in Bangladesh in 2016




Date


WeekdayHoliday NameHoliday Type
Jan 1 Friday New Year's Day Optional Holiday
Feb 10Wednesday Ash Wednesday Optional Holiday
Feb 14Sunday Valentine's DayObservance
Feb 21SundayLanguage Martyrs' DayPublic Holiday
Mar 2WednesdayNational Flag Day

Observance
Mar 17ThursdaySheikh Mujibur Rahman’s birthdayPublic Holiday
Mar 20SundayMarch equinoxSeason
Mar 24ThursdayMaundy ThursdayOptional Holiday
Mar 25FridayGood FridayOptional Holiday
Mar 26SaturdayIndependence DayPublic Holiday
Mar 26SaturdayHoly SaturdayOptional Holiday
Mar 27SundayEaster DayOptional Holiday
Mar 28MondayEaster MondayOptional Holiday
Apr 14ThursdayBengali New YearPublic Holiday
May 1SundayMay DayPublic Holiday
May 5ThursdayShab-e-MerajOptional Holiday
May 8SundayMothers' DayObservance
May 21SaturdayBuddha Purnima/VesakNational holiday
May 23MondayShab e-BaratPublic Holiday
Jun 19SundayFathers' DayObservance
Jun 20MondayJune SolsticeSeason
Jul 1FridayJumatul BidahPublic Holiday
Jul 1FridayJuly 1 Bank HolidayBank Holiday
Jul 3SundayNight of DestinyPublic Holiday
Jul 6WednesdayEid ul-FitrPublic Holiday
Jul 7ThursdayEid ul-Fitr Holiday Day 2Public Holiday
Aug 15MondayNational Mourning DayPublic Holiday
Aug 25ThursdayJanmashtamiPublic Holiday
Sep 13TuesdayEid ul-AdhaPublic Holiday
Sep 14WednesdayEid ul-Adha Day 2Public Holiday
Sep 15ThursdayEid ul-Adha Day 3Public Holiday
Sep 16FridayEid ul-Adha Day 4Optional Holiday
Sep 22ThursdaySeptember equinoxSeason
Oct 11TuesdayAshuraPublic Holiday
Oct 31MondayHalloweenObservance
Dec 12
Monday
Eid e-Milad-un Nabi
Public Holiday
Dec 16
Friday
Victory Day
Public Holiday
Dec 21
Wednesday
December Solstice
Season
Dec 24
Saturday
Christmas Eve
Optional Holiday
Dec 25SundayChristmas DayPublic Holiday
Dec 26MondayBoxing DayOptional Holiday
Dec 31SaturdayNew Year's EveBank Holiday


http://www.timeanddate.com/holidays/bangladesh/

0 comments:

Crazy Girls Dance at Ideal Collage

Crazy Girls Dance at Ideal Collage | BD | 

0 comments:

Awesome creativity ever seen

Awesome Creativity ever seen 

 1.

 

 2.

 3.

 4.

 5.

 6.

 7.

 8.

 9.

 

0 comments:

10.

11.

12.

 13.

 14.

 15.

 16.

 


0 comments:

Download Windows10 with creak

Download Windows10 with creak



1.2.3.5/Data/disk3/Softwares/operating-softwares/Windows.10.AIO.8-in-1/Windows.10.AIO.8-in-1.rar


     Download Link

           

        Download Link-2















0 comments:

বাংলাদেশের কোন কোন খাবারে শুকরের চর্বি আছে!

শূকরের মাংস ইউরোপ জুড়ে তাদের প্রোটিন বা আমিষ সরবরাহের অন্যতম একটা মাধ্যম। এক হিসেবে দেখা গেছে যে, একমাত্র ফ্রান্সেই প্রায় বিয়াল্লিশ হাজারেরও বেশী শূকরের খামার রয়েছে। ইংল্যন্ডরও আনাচে কানাচে রয়েছে শূকরের খামার। বাণিজ্যিকভাবে এইসব খামারগুলো পুরো ইংল্যন্ড জুড়েই শূকরের মাংস সরবরাহ করে আসছে।

আর ইংল্যন্ডে বসবাস করারকারণে নিত্যদিন চোখের সামনেই দেখতে পাচ্ছি ইংরেজদের খাদ্য তালিকায় শূকরের মাংস একটি অতি আবশ্যকীয় ও উপাদেয় তালিকা। কেবল ইংল্যন্ডই নয় বরং পুরো ইউরোপ,আমেরিকা আর প্রাচ্য, অর্থাৎ পুরো খৃষ্ট বিশ্বেই প্রকৃত অবস্থাটি এমনই।

এমনকি মুসলিম বিশ্বের কোথাও কোথাও, বিশেষ করে, মুসলিম দেশসমুহে বসবাসকারী অমুসলিম ধর্মালম্বীদের কাছে শূকরের মাংস অতি কাংক্ষিত একটি খাদ্য মাধ্যম। এই মাধ্যমটি যে আজ নতুন সৃষ্টি হয়েছে তা নয় বরং সেই মধ্যযুগের কিংবা তারও আগে থেকেই এটি বিদ্যমান। শূকরের দেহে সবচেয়ে বেশী চর্বি থাকে এবং সেই চর্বির মধ্যে মানুষের স্বাস্থ্যের জন্য মারাত্বক ক্ষতিকর চর্বিও রয়েছে।

বস্তুুতান্ত্রিক চিন্তা চেতনায় উজ্জীবিত ইউরোপ জ্ঞান বিজ্ঞানের অগ্রগতির সাথে এইসব চর্বিকে বিভিন্নভাবে প্রক্রিয়াজাতের মাধ্যমে এ থেকে ব্যবহার্য বা খাদ্য জাতিয় বিভিন্ন প্রকার উপকরণ যেমন উদ্ভাবন করেছে তেমনি তা সারা বিশ্ব জুড়েই বাজারজাতও করেছে। আজকাল পুরো ইউরোপ, আমেরিকা আর পশ্চিমা বিশ্ব, এমনকি সমগ্র বিশ্বব্যাপি স্বাস্থ সচেতনতা বৃদ্ধির ফলে মানুষ খাদ্যে অতিরিক্ত ফ্যাট নিয়ে বড় বেশী চিন্তিত এবং সজাগ।

খাদ্যে চর্বির আধিক্যই হৃদরোগের প্রধান কারণ, সেটা বিশ্ববাসী খুব ভালো করেই জেনে গেছে বিজ্ঞানের সুবাদে। শূকরের দেহে সবচেয়ে বেশী চর্বিই কেবল থাকে না বরং সেই চর্বির মধ্যে ক্ষতিকারক উপাদানটির আধিক্যও সবচেয়ে বেশী। ফলে ইউরোপের সচেতন মানুষ শূকরের মাংস খেলেও এর চর্বিকে সব সময় যথাসম্ভব এড়িয়ে চলে বা চলার চেষ্টা করে।এর ফলে শূকর ব্যবসায়ী ও তার মাংস সরবরাহকারীদের একটা বড় অংশই অপচয় হবার সম্ভাবনা দেখা দেয়।

এইসব অপচয় থেকে বাঁচার জন্যই ইউরোপ শূকরের চর্বির বিকল্প ব্যবহার উদ্ভাবন করেছে। শূকরের চর্বিকে তারা বিভিন্নভাবে বাজারজাত করেছে। এর বহুবিধ ব্যবহারকে নিশ্চিত করেছে প্রসাধনী সামগ্রীর কাঁচামাল, ঔষধের মাধ্যম বা ঔষধ হিসেবে ব্যবহার, শল্য চিকিৎসায় ব্যবহার্য প্রয়োজনীয় সরঞ্জামাদি নির্মাণ এবং সবচেয়ে বড় কথা হলো মনুষ্য ও পশু খাদ্য সামগ্রির বিভিন্ন উপাদান হিসেবে এই ক্ষতিকারক বস্তুটিকে ব্যবহার করছে প্রথমে শূকরের চর্বি দিয়ে সাবান বানানো হয় এবং তা জনপ্রিয় হয়ে ওঠে। এর পরে একইভাবে ঐ চর্বিকে কাজে লাগিয়ে বিভিন্ন রকম তরল প্রসাধনী, ক্রিম ইত্যাদি উৎপাদন এবং বাজারজাত করা হয়, এটাও ব্যবসায়িক সফলতা পায়।
বন্দুকের কার্তুজে এই শূকরের চর্বি ব্যবহার শুরু হয় সর্বপ্রথমে, উনবিংশ শতাব্দীর মাঝামাঝি কিংবা তারও আগে। যা হোক, ফার্মাসিউটিক্যাল কোম্পানীগুলোও তাদের উৎপাদিতঔষধ ও চিকিৎসা সামগ্রীতে এর ব্যবহার শুরু করে। সর্বপ্রথমে শরীরের অভ্যন্তরে সেলাই করার জন্য এমন এক ধরনের সুতোর দরকার পড়ে, যা ক্ষত শুকোনোর পরে খূলে ফেলার প্রয়োজন পড়বে না, এবং শরীরের ভেতরে হবার কারণে তা সম্ভবও নয়, বরং সেলাই কাজে ব্যবহৃত এই সুতো আপনা আপনিই মানুষের মাংসের সাথে মিশে যাবে। এ চিন্তা থেকেই চিকিৎসকরা বেড়ালের অন্ত্রের চর্বি দিয়ে তৈরী করেন এক বিশেষ ধরনের সুতো, যা দিয়ে মানুষের দেশে অস্ত্রোপচারের সময় আভ্যন্তরীণ ক্ষত জোড়া দিতে ব্যবহার করা যাবে।

শল্য চিকিৎসক বা সার্জনরা মানুষের শরীরে এরকম যে সুতোর ব্যবহার করেন তাকে  ক্যটগাট’ বলা হয়। বেড়ালের চেয়ে শূকরের প্রচলন বেশী এবং শূকরের মাংস ও চর্বি সহজ লভ্য হবার সুবাদে ইউরোপের শূকর খামার ব্যবসায়ী ও চিকিৎসকরা এগিয়ে আসেন এই সুতো নির্মাণে বেড়ালের পরিবর্তে শূকরের চর্বি ব্যবহারে। এবং তারা তা শুরুও করেন। কিন্তু কিছু সচেতন মুসলমান ইউরোপীয় পণ্যসামগ্রীর গা’এ লিপিবব্ধ উপাদানের তালিকায় pig fat শব্দটি দেখে আঁতকে উঠেন।
কারণ যে কোন মুসলমানের কাছে এই pig fat বা শূকরের চর্বি, তার মাংস বা রক্ত সকল কিছুই হারাম, এর যে কোন ধরনের পরোক্ষ ব্যবহারও হারাম। তারা তাদের ভাষণে- বিবৃতিতে, লেখা- লেখনীতে এ ব্যপারে জনগণকে যেমন সতর্ক করেন,
তেমনি সরকারের কাছেও দাবী জানাতে থাকেন এইসব ইউরোপীয় পণ্য দেশে আমদানী করারা অনুমতি না দেবার। এর ফলে ইউরোপীয়রা তাদের পণ্যতে pig fat শব্দটির পরিবর্তে 'animal fat' শব্দটি ব্যবহার শুরু করে। ফলে ইউরোপীয়ান বাবস্যায়ীরা তাদের উৎপাদিত পণ্যের বাজার হারাতে বসে। ব্যবসা টিকিয়ে রাখতেই তারা বিকল্প পন্থা উদ্ভাবনকরে। আর এই বিকল্প পন্থাটইি হলো উৎপাদিত কোন বস্তু, তা খাদ্য সামগ্রী হোক বা ঔষধ পথ্য কিংবা প্রসাধনী কিংবা অন্য কিছু, তার গা’এ ইউরোপীয়ান আঈন অনুযায়ী উপাদান সমুহের নাম লেখা হবে বটে তবে সেই সবনামগুলো লেখা থাকবে বৈজ্ঞানিক কোন টার্ম
কিংবা সাংকেতিক নাম ব্যবহার করে যেন সাধারণ জনগণ সেই সব নাম, সেইসব টার্ম পড়ে বুঝে উঠতে না পারে, আসলে এই জিনিসগুলো কী? করপোরেট বাণিজ্যের এই বিশ্বে ব্যবসাীয় মহলের চাপে নতী স্বীকার করে সরকার উৎপাদকদের সাথে আপোষ করে এবং উৎপাদিত পণ্যের গা’এ সাংকেতিক ভাষায় উপাদানসমুহের নাম লিপিবদ্ধ করার অনুমিত দেয়।

সেই থেকে শিল্পকারখানায় উৎপাদিত পণ্য, বিশেষ করে, খাদ্য সামগ্রী কিংবা তা প্রস্তুতে ব্যবহৃত উপাদানসমুহে, প্রসাধনী, ঔষধ কিংবা পথ্যের উৎপাদনে সাংকেতিক ভাষায় বিশেষ নাম বা E- Codes ব্যবহার করা হয়, যা আমাদের মত সাধারণ মানুষের কাছে দুর্বোধ্য একটি বিষয়।
এরকমই একজন মুসলিম টেকনিশিয়ান কাজ করতেন ফ্রান্সের Pegal শহরে অবস্থিত Departments of Food Administration এর মান নিয়ন্ত্রণ কেন্দ্রে বা ল্যবরেটরিতে। তিনি অনূসন্ধিৎষূ মন নিয়ে দীর্ঘদিনের প্রচেষ্টায় বের করেছেন বেশ ক’টি E- Codes যার প্রত্যেকটিই শূকরের চর্বিকে ভিত্তি করেই গড়ে উঠেছে। একটি ওয়েব সাইটে Are we eating Pork? শিরোণামে মুসলমানদের উদ্দেশ্যে এক পাকিস্থানী বিজ্ঞানী ড: এম আমজাদ খান কর্তৃক প্রচারিত উক্ত তালিকায় শুকরের চর্বি
থেকে প্রস্তুত E-Codes এর তালিকা নিম্নরুপ:

E100, E110, E120, E 140, E141, E153, E210,
E213,
E214, E216, E234, E252, E270, E280, E325,
E326,
E327, E334, E335, E336, E337, E422, E430,
E431,
E432, E433, E434, E435, E436, E440, E470,
E471,
E472, E473, E474, E475, E476, E477, E478,
E481,
E482, E483, E491, E492, E493, E494, E495,
E542,
E570, E572, E631, E635, E904. I

উক্ত তালিকায় উল্লেখিত E-Codes গুলোর বেশ ক’টি আমাদের দেশে প্রাত্যহিক ও দৈনন্দিন জীবনে ব্যবহৃত জনপ্রিয় খাদ্যতালিকায় উপস্থিত দেখতে পাওয়া যায়। তার দু‘একটা নমুণা দেখুন,
যেমন; নিচে উল্লেখিত তালিকায় খাদ্য দ্রব্যের নামের পাশে তাতে ব্যবহৃত E-Codes ও তুলে দেয়া
হলো:
1 Cadburrys chocolate - E476
2 Igloo Ice Cream -E471,E433
3 Baskin Robbins Ice Cream E471
4 Foster Clarks Custard Powder-E110
5 Fadeco Ice Cream-E471
6 Nova Chewing Gum -E422
7 Demah Fresh -E422
8 Big Babool Chewing Gum

বলা বাহুল্য, উপরের তালিকায় উল্লেখিত প্রায় সবকটিই আমাদের দেশসহ প্রায় সকল মুসলিম দেশে
ছেলে বুড়ো'সহ সকলের কাছেই খুবই প্রিয়। আল কুরআনে অন্তত চারটি জায়গায় মহান আল্লাহ রাব্বুল আলামিন শূকরের মাংস এবং মৃত জন্তু জানোয়ার আর সেইসব জানোয়ার যা আল্লাহ ছাড়া অন্য কারো নাম নিয়ে জবাই করা হয়েছে, মুসলমানদের জন্য হারাম করেছেন।  তারই একটি আয়াত দেখুন:

তিনি তোমাদের উপরে হারাম করেছেন, মৃত জীব, রক্ত শূকর মাংশ এবং সেসব জীব জন্তু যা আল্লাহ ব্যতিত অপর কারো নামে উৎসর্গ করা হয়। অবশ্য যে লোক অনন্যোপায় হয়ে পড়ে এবং না-ফরমানী
ও সীমালংঘনকারী না হয়, তার জন্য কোন পাপ নেই। নি:সন্দেহে আল্লাহ মহান ক্ষমাশীল, অত্যন্ত
দয়ালু (সুরা আল বাক্বারা- ১৭৩)

এটা মোটমুটি অমুসলিম ব্যবসায়ীরা জানে, অন্তত তাদের সরকার ও জনগোষ্ঠির সচেতন অংশটি খুব ভালো করেই জানে, কিন্তু তারপরেও তারা ভিন্ন কৌশলে মুসলমানদেরকে আকর্ষণীয় উপস্থাপনায় সেই হারাম বস্তু খাওয়াতে মনে হয় উঠে পড়ে লেগেছে। এর পেছনে কেবল যে তাদের আর্থিক ও ব্যবসায়িক স্বার্থই আছে তাই নয় বরং এর পেছনে রয়েছে ধর্মীয় বিদ্বেষজনিত এক আগ্রাসী মনোভাব, যার মিল রয়েছে একমাত্র ক্রসেডেরসাথেই।
Prof. Dr Mohammad Nurul Huq
Head of the Department of Pediatrics
Bangladesh Medical College and Hospital
R 14A, DRA, Dhaka 1209
Bangladesh

0 comments:

জাপানে ভূমিকম্পে উৎপন্ন সুনামির লাইভ ভিডিও প্রকাশ করা হল

জাপানে ভূমিকম্পে উৎপন্ন সুনামির লাইভ ভিডিও প্রকাশ করা হল

 

0 comments:

Bangkok Nightlife 2016

Bangkok Nightlife 2016 

 

       

0 comments:

Chinese farmer loses 25 tons of fish after sinkhole appears in his pond


Chinese farmer loses 25 tons of fish after sinkhole appears in his pond



0 comments:

BABY DOLL ME SONE DI.!! FUNNY

BABY DOLL ME SONE DI.!! FUNNY   

0 comments:

Look at the times that you want to hear again

Look at the times that you want to hear again
:D

0 comments:

Rongila Boishakh......

Rongila Boishakh......
Singer: Belal Khan & Puja
Lyrics: Shomeshwar Oli

0 comments:

YouTube is making a stir Particle 'silk bracelets ....! (Video)

YouTube is making a stir Particle 'silk bracelets ....! (Video)

0 comments:

Allah will help him who moves in the way of Allah.

Allah will help him who moves in the way of Allah.



0 comments:

Contact Us

Contact Us




For any questions, suggestions, reporting or praise use the contact form.
Also you can contact us through Facebook.
# Please complete this form if you wish to send a message to Jagotubebd. We will reply to you as soon as we can. Please keep messages short, simple and meaningful and do not abuse the contact forum. If you are contacting us regarding a bug or a tech problem, please provide as much detail as possible including what you were doing/watching when the error or problem occurred. 

0 comments:

ESET NOD32 and Smart Security

ESET NOD32 and Smart Security



Download Link 1

Download Link 2




1 comments:

আমাকে আমার মতো থাকতে দাও ।


0 comments:

সত্য কথা এখনো কেউ আমার উপযুক্ত হয়নি

সত্য কথা এখনো কেউ আমার উপযুক্ত হয়নি ............

0 comments:

ফেইসবুক, জুকার ভাইয়ের মেয়ের বাপের জমিদারী


# ফেইসবুক, জুকার ভাইয়ের মেয়ের বাপের জমিদারী ...............



0 comments:

Therefore love

How shall I hold on to my soul, so that it does not touch yours? How shall I lift it gently up over you on to other things? I would so very much like to tuck it away among long lost objects in the dark in some quiet unknown place, somewhere which remains motionless when your depths resound. And yet everything which touches us, you and me, takes us together like a single bow, drawing out from two strings but one voice. On which instrument are we strung? And which violinist holds us in the hand? O sweetest of songs.

0 comments:

যে ১০টি উক্তি পালটে দিতে পারে আপনার জীবনধারা

প্রকৃত অর্থে মানুষ সিজনশীল, প্রত্যেক মানুষের কিছু না কিছু প্রতিভা থাকে। কেউ কেউ জীবনে বিভিন্ন সমস্যায় জর্জরিত থাকায় নিজের প্রতিভাকে কাজে লাগাতে পারেন না। আবার কেউ বা নিজের চারিত্রিক বৈশিষ্ট্যের কারণে অনেক পিছিয়ে পড়েন। আজ আমরা আপনাদের মাঝে কিছু উক্তি তুলে ধরবো যা একবার আপনি আপনার মনের মধ্যে গেঁথে নিতে পারলে হয়তো বা আপনি জীবনে সফলতা লাভ করতে পারবেন।

১। 'স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে দেখো। স্বপ্ন সেটা যেটা তোমায় ঘুমোতে দেয় না।'
২। 'সূর্যের মতো দীপ্তিমান হতে হলে প্রথমে তোমাকে সূর্যের মতোই পুড়তে হবে।'
৩। 'যদি তুমি তোমার কাজকে স্যালুট কর, দেখো তোমায় আর কাউকে স্যালুট করতে হবে না। কিন্তু তুমি যদি তোমার কাজকে অসম্মান কর, অমর্যাদা কর, ফাঁকি দাও, তাহলে তোমায় সবাইকে স্যালুট করতে হবে।'
৪। 'যারা হৃদয় দিয়ে কাজ করতে পারে না; তাদের অর্জন অন্তঃসারশূন্য, উৎসাহহীন সাফল্য চারদিকে তিক্ততার উদ্ভব ঘটায়।'
৫। প্রতিদিন সকালে এই পাঁচটা লাইন বলো :
**আমি সেরা।
**আমি করতে পারি
**সৃষ্টিকর্তা সব সময় আমার সঙ্গে আছে
**আমি জয়ী
** আজ দিনটা আমার
৬। 'ভিন্নভাবে চিন্তা করার ও উদ্ভাবনের সাহস থাকতে হবে, অপরিচিত পথে চলার ও অসম্ভব জিনিস আবিষ্কারের সাহস থাকতে হবে এবং সমস্যাকে জয় করে সফল হতে হবে।
৭। 'জীবন একটি কঠিন খেলা। ব্যক্তি হিসেবে মৌলিক অধিকার ধরে রাখার মাধ্যমেই শুধুমাত্র তুমি সেখানে জয়ী হতে পারবে।'
৮। 'আকাশের দিকে তাকাও। আমরা একা নই। পুরো মহাবিশ্ব আমাদের প্রতি বন্ধুত্বসুলভ। যারা স্বপ্ন দেখে এবং কাজ করে শুধুমাত্র তাদেরকেই শ্রেষ্ঠটা দেওয়ার জন্য চক্রান্তে লিপ্ত এই বিশ্ব।'
৯। 'উৎকর্ষতা একটি চলমান প্রক্রিয়া এবং এটি কোনো আকস্মিক ঘটনা নয়।'
১০ 'যদি একটি দেশকে দুর্নীতিমুক্ত এবং সুন্দর মনের মানুষের জাতি হতে হয়, তাহলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এ ক্ষেত্রে তিনজন সামাজিক সদস্য পার্থক্য এনে দিতে পারে। তারা হলেন বাবা, মা এবং শিক্ষক।'
Change Life
Change Life

0 comments:

বাংলাদেশের সকল সিম অপারেটরের কিছু গুরুত্বপূর্ণ কোড সুমহ.

*** Grameen Phone *** Balance Check : *566# Show SIM Number : *2# Package Check : *111*7*2# Minute Check : *566*24# , *566*20# SMS Check : *566*2# MMS Check : *566*14# Data (MB) Check : *566*10# , *567# Call Me Back : *123*Number# Net Setting Request : *111*6*2# Miss Call Alert (On) : type START MCA & Send to 6222 Miss Call Alert (Off) : Type STOP MCA & Send to 6222
*** Banglalink *** Balance Check : *124# Show SIM Number : *511# Package Check : *125# Minute Check : *124*2# SMS Check : *124*3# MMS Check : *124*2# Data (MB) Check : *124*5# , *222*3# Call Me Back : *126*Number# Net Setting Request : Type ALL & Sent to 3343 Miss Call Alert (On) : Type START & Send to 622 Miss Call Alert (Off) : Type STOP & Send to 622
*** Robi *** Balance Check : *222# Show SIM Number : *140*2*4# Package Check : *140*14# Minute Check : *222*3# SMS Check : *222*11# MMS Check : *222*13# Data (MB) Check : *222*81# , 8444*88# Net Setting Request : *140*7# Miss Call Alert (On) : Type ON & Send to 8272 Miss Call Alert (Off) : Type OFF & Send to 8272
*** Airtel *** Balance Check : *778# Show SIM Number : *121*6*3# Package Check : *121*8# Minute Check : *778*5# or *778*8# SMS Check : *778*2# MMS Check : *222*13# Data (MB) Check : *778*39# or *778*4# Call Me Back : *121*5# Net Setting Request : *140*7# Miss Call Alert (On) : *121*3*4#
*** Teletalk *** Balance Check : *152# Show SIM Number : Type “Tar” & send to 222 Package Check : unknown Minute Check : *152# SMS Check : *152# MMS Check : *152# Data (MB) Check : *152# Net Setting Request : Type SET & Send to 738 Miss Call Alert (On) : Type REG & Send to 2455 Miss Call Alert (Off) : Type CAN & Send to 245

0 comments:

Copyright © 2017 JagoTubeBD