জঙ্গি সংগঠন গুলো সাধারণত ইয়াং জেনারেশনকে টার্গেট করে।
জঙ্গি সংগঠন গুলো সাধারণত ইয়াং জেনারেশনকে টার্গেট করে।
ইয়াং পোলাপানদেরকে কাজে লাগানোর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে তাদের যেকোন কিছুর গভীরে যাবার ধৈর্য্য থাকেনা। তাই তাদেরকে ম্যানিপুলেইট করা সহজ, ব্যবহার করা সহজ।
আর বেশির ভাগ মানুষেরই ইসলামের ব্যাসিক নলেজ গুলো নেই। এটাও আরেকটা বড় সুযোগ। একেবারেই কিছু না জানা ব্যক্তিকে ইসলামের নাম দিয়ে যা কিছুই শিখানো হবে সে তাকেই ইসলাম মনে করবে। প্রয়োজন একটু আদর ভালবাসা মিষ্টি ব্যবহার। একটু বশীকরণ ক্ষমতা।
তাই বাবা মা দেরকে বলি আপনার সন্তানদেরকে এসব জঙ্গি গোষ্ঠীর কবল থেকে বাঁচাবার জন্য হলেও ইসলামের নলেজ গেইন করেন। নইলে আল্লাহ না করুক একদিন আপনাকেই জবাই করে বসে থাকবে। আপনি জানবেন ও না আপনার কি দোষ। অথবা আপনার সন্তানের বন্ধু টিও এ কাজ করতে পারে। তাই আপনার সন্তান যদি ইসলাম সম্পর্কে জানত সে তার বন্ধুকেও জানাতে পারত। তার বন্ধুটি হয়ত এ ভয়াবহ ভুল পথ থেকে ফিরে আসত।
বাবা মা রা সন্তানদের প্রতি মনোযোগী হন। আপনাদের অবহেলাই এইসব পরিণতির জন্য দায়ী। আমাদের সমাজের বেশির ভাগ বাবা মা ই সন্তানের সাথে ফ্রি না। সন্তানের সাথে তাদের মানসিক সংযোগ নেই। সন্তানরা একটা সমস্যায় পড়লে বাবা মা কে ভয়েই বলতে পারে না। অথচ বন্ধু বান্ধবদেরকে বা অন্য বাইরের মানুষদেরকে বলতে পারে। যা হবার কথা ছিল উল্টা টা।
বাবা মা এরা এত নিষ্ঠুর কেন আমি বুঝিনা!
সন্তানের প্রতি তাদের ভালবাসা কেবল ২ বেলা খাওয়ানো , পরানো আর টিচারের বেতন দেয়ার মধ্যেই সীমাবদ্ধ।
জঙ্গীদের বাবা মা দের খবর নিলে দেখা যাবে যে বেশির ভাগেরই বাবা মা উদাসীন , অথবা বাবা মা দুজনেই চাকরী করে , অথবা চাকরী না করলেও সংসারের প্রতি উদাসীন তারা। তাদের ভোগ বিলাশ পার্টি নিয়ে ব্যস্ত। সন্তানকে তারা নিজের সমস্ত কিছুর চাইতে বেশি ভালবাসতে পারে না।
সমাজের উচ্চবিত্ত শ্রেণীর ।
কারন উচ্চবিত্ত শ্রেণীর মানুষগুলোর জীবনে হতাশা বেশি। তাদেরকে ভালবাসার হাতছানি দিয়ে বশীভূত করা তুলনামূলক সহজ। আর সুবিধা আদায়ও করা যাবে বেশি।
বাবা মায়েরা সময় থাকতে নিজে ইসলাম সম্পর্কে জানুন , সন্তানদেরকে জানান। কোন জঙ্গি গোষ্ঠীর খপ্পরে পড়ার আগেই। সন্তানকে সময় দিন। তাদের মনের চাহিদা গুলো বুঝার চেষ্টা করুন। ভালবাসুন।
0 comments: